Computer Tips

কম্পিউটার শিক্ষা । নতুনদের কম্পিউটার শেখার গাইডলাইন

বর্তমান তথ্য ও প্রুযক্তির যুগে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজকের এই আর্টিকেল নতুনদের কম্পিউটার শেখার A to Z বিষয় নিজে আলোচনা করবো। অর্থ্যাৎ কিভাবে আপনি নিজের ঘরে বসে কোন ট্রেনিং সেন্টারের সাহায্য ছাড়াই কম্পিউটারের বেসিক কাজ গুলো শিখতে পারেন এবং নিজেকে অন্যের থেকে আলাদা সেই সম্পর্কেই এই আর্টিকেলটি।

কম্পিউটার শিক্ষার গুরুত্ব

বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ এক আবিষ্কার হলো কম্পিউটার যা শুরুতে গণনাকারী যন্ত্র হিসাবে ব্যবহার করা হলেও এটির ব্যবহার এখন প্রতিটি ক্ষেত্রেই হচ্ছে। শুরুতেই কম্পিউটার সবার জন্য উম্মুক্ত ছিল না শুধু গবেষণা ও গঠিন সব হিসবা নিকাশের জন্য ব্যবহার করা হতো কিন্তু প্রযুক্তির কল্যাণে কম্পিউটার সহজলভ্য হওয়ায় এখন অনেকেই এটি ক্রয় করতে পারছে। যে কারণে স্কুল প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক কর্মক্ষেত্র সব জায়গায় কম্পিউটার ব্যবহার দেখা যায়।

বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া কোন কিছু কল্পনা করাটা প্রায়ই অসম্ভব হয়ে পড়েছে। এই জন্য প্রায়ই সকল ক্ষেত্রে কম্পিউটার জানা লোকদের অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। প্রায়ই ভালো কোম্পানি গুলোতে কম্পিউটার অপারেটর আবশ্যক হয়ে থাকে কারণ ব্যবসার সব কিছু এখন ডিজিটালাইজ। যদি আপনি কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চান বা ফ্রিল্যানিং করতে চান অথবা ভালো একটি চাকুরির পেতে চান তাহলে কম্পিউটার শিক্ষা আপনার জন্য আবশ্যক।

বেসিক কম্পিউটার শিক্ষা

অনেকেই কম্পিউটার জানা মানে কম্পিউটার চালু ও বন্ধ করা, গান বাজানো, ইন্টারনেট চালানো ইত্যাদি মনে করে থাকে কিন্তু কম্পিউটার বেসিক জানা মানে শুধু এইটুকু না। বর্তমানে সময়ে নিজের শিক্ষা জীবনে অথবা চাকরি জীবনে নিজেকে একদিক এগিয়ে রাখার জন্য কম্পিউটারের বেসিক কাজটা জানা অনেকে গুরুত্বপূর্ণ। আসলে কম্পিউটার বেসিক কাজ বলতে কোন কাজ গুলো জানা থাকার কথা বলা হয়েছিল সেই গুলো সংক্ষেপে নিচে আলোচনা করবো। আপনারা যারা এই বিষয় গুলো শিখতে ইচ্ছুক তারা প্রত্যেইকটি টপিক ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ঐখান থেকে শিখতে পারেন। নিচে কম্পিউটার বেসিক কাজ গুলো কি কি হতে পারে তা দেওয়া হলোঃ-

কম্পিউটার পরিচিতঃ প্রথমত আপনি যে ইলেকট্রনিক্স ডিভাইসটি ব্যবহার করতে যাচ্ছেন সেটি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। আপনাকে জানতে হবে কম্পিউটার জিনিসটা কি, কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের বিভিন্ন জেনারেশন সম্পর্কে ধারণা ইত্যাদি বিষয় গুলো জানতে হবে। এর পর আপনাকে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে জানতে হবে যেমন কম্পিউটার ইনপুট ও আউটপুট ডিভাইস কি, কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে একটু থিউরিটিক্যাল ধারণা নিতে হবে। বিষয় গুলো জানলে কম্পিউটারের সাথে কাজ করা আরোও সহজ হবে এমনকি অনেক সময় এই মধ্যে বেসিক কিছু প্রশ্ন চাকরি পরিক্ষায় বা ভাইভাতে এসে থাকে।

কম্পিউটার হ্যাডওয়্যারঃ কম্পিউটার সম্পর্কে আরো ভালো জ্ঞান অর্জন করতে আপনাকে কম্পিউটার ব্যবহারকৃত ইনপুট ও আউটপুট ডিভাইস সহ আনুসঙ্গিক হার্ডওয়্যার বা যন্ত্র সম্পর্কে বেসিক জ্ঞান থাকতে হবে। অর্থাৎ একটি কম্পিউটার মৌলিক হার্ডওয়্যার যেমন মাদারবোর্ড, সিপিইউ,  র‍্যাম, হার্ড ডিস্ক, প্লাওয়ার সাপ্লাই, কীবোর্ড, মাউস, মনিটর ইত্যাদি সম্পর্কে জানতে হবে। আপনাকে সবকিছুর এক্সপার্ট হতে হবে এমন কিছু না কিন্তু একজন দক্ষ কম্পিউটার অপারেটর বা এক্সপার্ট ইউজার হওয়ার জন্য বিষয় গুলো জানা দরকার।

অপারেটিং সিস্টেমঃ এরপরে আপনি শিখবেন অপারেটিং সিস্টেম কি? জনপ্রিয় সব অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস ইত্যাদি সম্পর্কে। এই জনপ্রিয় অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে কি পার্থক্য এইগুলো জানার চেষ্টা করবেন। কিন্তু আপনার সব শেখার প্রয়োজন নেয়, আপনি শিখবেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম। যেটি সবচেয়ে বেশি ব্যবহীত জনপ্রিয় অপারেটিং সিস্টেম যার কারণ হলো এটি অনেক ইউজার ফ্রেন্ডলি। কম্পিউটার ফাইল ম্যানেজারের ব্যবহার, ফোল্ডার তৈরি, ডিলিট ও রিনেম করা, বিভিন্ন সেটিংস সম্পর্কে জানা ইত্যাদি বিষয় গুলো শিখতে পারেন।

কম্পিউটার সফটওয়্যার ও আনইনস্টল করাঃ বেসিক কম্পিউটার শিক্ষার মধ্যে অন্য একটি কাজ হলো কম্পিউটার সঠিক ভাবে প্রয়োজনীয় সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারা। অর্থাৎ কম্পিউটা প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করা, কম্পিউটার সফটওয়্যার ইনস্টল ও আনস্টল করা। এছাড়াও কম্পিউটারের আরো প্রয়োজনীয় আর সফটওয়্যার সম্পর্কের ব্যবহার করা জানতে হবে।

টাইপিং জানাঃ নতুন ও পুরাতন অনেক ইউজার আছে যাদের কম্পিউটার আছে ঠিকই কিন্তু তারা এখনো কম্পিউটারে না দেখে টাইপ করতে পারে না। ঐ এক দুই আঙ্গুল দিয়ে লেটার গুলো খুঁজে খুঁজে এক এক করে টাইপ করে থাকে। হয়তো অনেকে মনে করে না দেখে টাইপিং করা অনেক কঠিন কিন্তু আসলে চর্চা মাধ্যমে সহজেই আপনি দ্রুত টাইপিং শিখতে পারবেন। কম্পিউটার বেসিক কাজের মধ্যে অন্যতম হলো কম্পিউটারে টাইপিং করতে পারা বাংলা ও ইংলিশে উভয়তেই কারণ একজন কম্পিউটার অপারেটর হিসাবে জব নিন অথবা সাধারণ ইউজার প্রত্যেকরে এটি দরকার। কিভাবে নিজের কম্পিউটারে টাইপিং শিখবেন তার একটি আর্টিকেল লিংক দিয়ে দিয়েছেই দেখে নিতে পারেন।

মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনঃ কম্পিউটারে বিভিন্ন ধরনের ডকুমেন্টস তৈরি করার কাজে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন বেশ জনপ্রিয় একটি সফটওয়্যার প্যাকেজ। যার মধ্যে অন্যতম হলো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও অ্যাক্সেস। এই চারটি সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের ফাইল বা প্রেজেন্টেশন তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি কম্পিউটার অপারেটর হিসাবে একটি জব পেতে চান অবশ্যই আপনাকে মাইক্রোসফট অফিসে বেশ ভালো দক্ষতা থাকতে হবে। এছাড়াও এক সাধারণ কম্পিউটার ইউজারদের অনেক রকম কাজের জন্য মাইক্রোসফট অফিসে কাজ করা লাগতে পারে তাই এটি সম্পর্কে জ্ঞান রাখা অবশ্যই ভালো।

ইন্টারনেট ব্রাউজিং ও ইমেইলঃ বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া একটি মুহূর্ত কল্পনা করা সম্ভব হয়ে পড়েছে, কেননা এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে পড়েছে। ইন্টারনেটের উপর ভিত্তি করে স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান এক কথা সব কিছু পরিচালিত হচ্ছে। আপনি একজন কম্পিউটার অপারেটরকারী হিসাবে কাজ করতে চাইলে এটি জানা আবশ্যক। যদিও এখনকার সময়ে ইন্টারনেট ব্রাউজ করার কারো কাছে এতোটা কঠিন না কিন্তু আপনারা নতুন ঠিক ভাবে ইন্টারনেট ব্যবহার করতে জানেন না তাদের এটি শিখতে হবে।

কিভাবে কম্পিউটারে বিভিন্ন ব্রাউজার ইনস্টল করতে হয়, কিভাবে ইন্টারনেট থেকে নির্দিষ্ট কোন তথ্য বা কিছু বের করতে হয় তা জানতে হবে। এছাড়াও আপনাকে প্রফেশনাল ভাবে ইমেইল করতে পারা জানতে হবে। কিভাবে ইমেইল লিখতে হয়, ইমেইল ফাইল আদান-প্রদান করতে হয় এইসব বিষয়ে গুলো শিখে নিতে হবে।

ট্রাবল শুটিং করতে পারাঃ কম্পিউটারের যে কোন ধরনের সাধারণত সমস্যা সেটা হতে পারে সফটওয়্যার অথবা হার্ডওয়্যার সম্পর্কিত, এই সমস্যা গুলো নির্ণয় ঠিক করাকেই ট্রাবলশুটিং বলা হয়ে থাকে। কম্পিউটারের সধারণ কিছু সমস্যা রয়েছে যেগুলো প্রায়ই কম্পিউটারের সাথে হয়ে থাকে যেমন ডিসপ্লে না আসা, সাউন্ড না আসা, সফটওয়্যার ঠিক ভাবে না কাজ করা ইত্যাদি। এছাড়াও কোন কিছু নিজের না থাকলে সেটা ইউটিউব বা গুগল দেখে অ্যাপ্লাই করে সমাধান করার চেষ্টা করা।

সাইবার সিকিউরিটিঃ কোম্পানি ও হোক বা নিজের কম্পিউটার আপনাকে অনলাইন দুনিয়ার হুমকি গুলো সচেতন থাকবে হবে। আপনার একটি ভুলের জন্য আপনার নিজের অথবা কম্পিউটারের সকল গুরুত্বপূর্ণ ফাইল ভাইরাস নষ্ট করে দিতে পারে, হ্যাকার ডাটা চুরি করতে পারে আরো অনেক ধরনের সাইবার অপরাধ সংঘতি করতে পারে। এই ধরনের ভাইরাস আট্যাক, ফিশিং, স্প্যামিং ইত্যাদি থেকে নিরাপদ থাকার জন্য আপনাকে বেসিক সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে হবে।

একটি কম্পিউটার শিক্ষার কোর্সে সাধারণত যেসব বিষয় গুলো শেখানো হয়ে থাকে বা আপনার যেসব বিষয় জানা দরকার সেবিষয় গুলো এখানে আলোচনা করেছি। আপনি কম্পিউটার যে কাজে শিখতে চান না কেন এই কম্পিউটার এই সকল বেসিক কাজ গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। উক্ত বিষয় গুলোতে আপনি একদিনে দক্ষ হবে না বিষয় গুলো ধীরে ধীরে ব্যবহার করতে করতে শিখবেন।

কোথায় কম্পিউটার শিখবেন? | কম্পিউটার কোর্স

আপনি যদি ঘরে বসেই নিজেই কম্পিউটারের A to Z শিখতে চান তাহলে আপনার জন্য বেষ্ট টিচার হলো ইউটিউব। আপনি যদি শুধু স্কিল গুলো শিখতে চান কোন সার্টিফিকেট না চান তাহলে আপনার জন্য ইউটিউব একটা ভালো কম্পিউটার শেখার‍ স্থান হতে পারে। কিন্তু আপনার যদি টাকা থাকে আমি বলবো একটি কোর্স ভর্তি হতে যেখানে কোর্স সম্পূর্ণ করলে সরকারি সার্টিফিকেট প্রদান করে এমন প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন। সাধারণত কোচিং সেন্টারে গুলো তে খুবই বেসিক কাজ গুলো শেখায় কোন মতো কিন্তু যদি আপনার চাকরির ইচ্ছা থাকে তাহলে দেখে শুনে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন সার্টিফিকেট পাবার আসায়।

এছাড়া আপনি নিজেই বাড়িতে বসে প্রত্যেকটি টপিক শিখতে পারেন। কিন্তু ভাইয়া কিভাবে নিজে কম্পিউটারের কাজ শিখবো? আমি এতোক্ষণ যে বিষয় গুলো নিয়ে আলোচনা করে সেই বিষয় গুলো একে এক ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিবে আর প্রচুর চর্চা করবেন। এইভাবে সার্চ দিতে পারেন “Computer Basics Bangla Course” তাহলে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন সেখান থেকে আপনার পছন্দের ভিডিও প্লে লিস্ট গুলো দেখবেন।

আপনাদের সুবিধার্থে নিচে কিছু কম্পিউটার কোর্স  এর ইউটিউব ভিডিও লিংক দিয়ে দিলামঃ

Basic Computer Course For Beginners in Bangla | Basics IT Academy

Basic internet Browsing Bangla Tutorial | Basics IT Academy

Basic Computer Course For Beginners By Awal Creative

Computer Basics by GCFLearnFree (English Course)

MS School Youtube Channel for Basics Computer, MS Office & More

আশা করি, এই আর্টিকেল ও কম্পিউটার কোর্সের রিসোর্স গুলো আপনার কম্পিউটার জগতে পা রাখতে অনেক সহযোগিতা করবে। আমি এই আর্টিকেলে কম্পিউটার শিক্ষার ব্যাপার আপনাদের সহজ ভাষা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি এই বাদেও যদি আপনার কোন সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর্টিকেল আপনার কাছে উপকারী মনে হলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

ধন্যবাদ

আমাদের অন্যান্য আর্টিকেলঃ

জনপ্রিয় ৫টি পেইড সফটওয়্যারের ফ্রি অল্টারনেটিভস সফটওয়্যার।

নতুন কম্পিউটার ব্যবহারকারী জন্য ৫ টিপস।

উইন্ডোজের সিস্টেম সফটওয়্যার ও সেটিংস পরিচিত।

Projutki Gyan

প্রযুক্তি জ্ঞান ডট কমে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলা ভাষায় উন্নতমানের আর্টিকেল উপহার দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রযুক্তি জ্ঞান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!