Android TipsTech Gyan

গুগল কিপ কি? বেস্ট নোট অ্যাপ রিভিউ। Google Keep

গুগল কিপ কি (Google Keep):  আমরা অনেকেই গুগলের বিভিন্ন ধরনের সেবার সাথে পরিচিতি যেমন তাদের সার্চ ইঞ্জিন গুগল, ইমেইল, ইউটিউব, ম্যাপ ইত্যাদি। এই সকল সার্ভিসের মধ্যে অনেকেই Google Keep নামের শব্দের সাথে পরিচিত বা নিজের ফোনে Keep নামে হয়তো একটি অ্যাপ দেখেছেন। কিন্তু জানেন আসলে এটি কি? কিভাবে ব্যবহার করবেন তাদের জন্য এই আর্টিকেল।

আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের জিনিস নোট করে রাখার প্রয়োজন পড়ে থাকে যেমন নিজের অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড, বাজার লিস্ট, টু ডু লিস্ট ইত্যাদি। এই সকল কিছু নোট রাখার জন্য আমরা অনেকেই খাতায় বা ডায়েরিতে লিখে আর যা হারিয়ে যাওয়ার আশংকা থাকে।

এছাড়াও ডায়েরি বা খাতায় লিখে রাখা নোট গুলো সব সময় আপনার কাছে থাকে না যার ফলে দরকারের সময় জরুরি নোট পাওয়া যায় না। এই প্রযুক্তির যুগে এই সমস্যার সমাধান পাবেন না তা তো আর হয় না। এই জন্য রয়েছে প্লে স্টোরে অনেক নোট অ্যাপ তার মধ্যে আমার ব্যবহার একটি সেরা Note App হলো Google Keep এটির সাথে আজ আপনাদের পরিচয় করে দিবো।

গুগল কিপ কি ? (What is Google Keep?)

গুগল কিপ হলো গুগলের একটি ফ্রি নোট ও টাস্ক লিস্ট অ্যাপ্লিকেশন যেটি মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের তথ্য বা ইনফরমেশন নোট করে রাখার কাজে ব্যবহার করতে পারবেন। অন্যান্য নোট অ্যাপে কিছু নোট করে রাখার পর যদি অ্যাপ আনইন্সটল করে দেন তাহলে সেই নোট করে রাখা জিনিস গুলো হারিয়ে যায়।

কিন্তু Google Keep ব্যবহার করলে আপনার নোট করে রাখার সকল তথ্য হারানোর কোন চ্যান্স নেয়। নিজে থেকে ডিলিট না করার পর্যন্ত আপনার নোট গুলো থাকবে সুরক্ষিত। গুগল কিপ সার্ভিস টি আপনি বিভিন্ন মাধ্যমে নিতে পারবেন সেটা ওয়েব লগিন করে বা আন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে বা গুগল ক্রোমের কিপ এক্সটেনশন ব্যবহার করে। যখন আপনি এই কিপ এ কিছু লিখে বা নোট করবেন তখন ঐ নোট গুলো গুগলের সার্ভারে সংরক্ষিত হয়ে যায় এর ফলে আপনার তথ্য গুলো সুরক্ষিত রাখে ।

এখানে অবশ্যই নেট কানেকশন ব্যবহৃত হবে যখন কেউ ডাটা না থাকা অবস্থায় কোন কিছু লিখে রাখবে তখন তা ঐ অ্যাপ এ সংরক্ষিত থাকবে যখনই আবার নেট পাবে তখন তা গুগলের সার্ভারে সংরক্ষিত হয়ে যাবে অটো । আর এসব কাজ গুলো ই হবে অবশ্যই জিমেইল দ্বারা এজন্য জিমেইল অবশ্যই লগিন করে রাখতে হবে । যদি জিমেইল লগিন করা থাকে তাহলে ঐ জিমেইল অ্যাপে দেখাবে এছাড়া আরো সুবিধা গুলো নিচে তুলে ধরা হলো ।

গুগল কিপ ব্যবহারের সুবিধা ও ব্যবহার

১। এই সার্ভিসটি আপনি ফ্রিতেই সকল ডিভাইসে ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েডের জন্য আছে অ্যান্ড্রয়েড অ্যাপ, পিসির জন্য রয়েছে এক্সটেনশন। এছাড়াও গুগল কিপের রয়েছে ওয়েব ভার্শন যেটি ব্যবহার করতে কোন ধরনের অ্যাপ ইনস্টল থাকা লাগবে না।

২। অ্যাপ আনইনস্টল করে দিলেও নোট হারানো ভয় থাকে না এটি আপনার গুগল অ্যাকাউন্টের সাথে Sync করা থাকে যার ফলে এটি গুগলের ক্লাউডে সেভ থাকে এবং পরবর্তীতে আপনার জিমেইল লগিন করলেই সব পেয়ে যাবেন। এই জন্য অবশ্য আপনার ইন্টারনেট কানেকশন প্রয়োজন।

৩। আপনার একাধিক জিমেইল ব্যবহার করে আলাদা আলাদা ভাবে নোট ব্যবহার করতে পারবেন।

৪। ইন্টারনেট ছাড়াও অ্যাপটি ব্যবহার করতে পারবেন কিন্তু ডাটা গুলো ক্লাউডে সেভ হবে না কিন্তু পরবর্তী ইন্টারনেট কানেকশন অন করলেই আপনার নোট গুলো Sync হয়ে যাবে এই জন্য হারানোর চ্যান্স থাকে না।

৫। আপনি চেকলিস্ট করে নোট করে রাখতে পারবেন  সেটা হতে বাজারের লিস্ট বা অন্য কিছু লিস্ট ।

৬। ছাত্র-ছাত্রীদের জন্য এটা খুব উপকারি একটি অ্যাপলিকেশন এটি এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা ব্যাপারে নোট টি ব্যবহার করতে পারে।

৭। আপনি ভয়েস রেকর্ড, ইমেজ, চেকলিস্ট, ড্রয়িং, বিভিন্ন লিংক ইত্যাদি নোট আকারে সেভ করে রাখতে পারবেন।

৮। যারা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে পাসওয়ার্ড ভুলে যান তারা এখানে পাসওয়ার্ড গুলো লিখে রাখতে পারেন ।

৯। অনেকেই আবার টেক রিলিটেড বা অন্য কোন গুরুত্ব সাইট মাঝে মাঝে ভুলে যায় তারা এটি ব্যবহার করে সাইট গুলোর বুকমার্কিং করে রাখতে পারে।

১০। এছারা একজন দৈনন্দিন কাজে বিভিন্ন ভাবে এই সার্ভিস টি ব্যবহার করতে পারে । এবং এটি ব্যবহার করতে করতে এর অন্য সুবিধা গুলো একাই জেনে যাবেন ।

কিপ ডাউনলোড লিংক । Google Keep Download

Google Keep Chrome Extension

Google Keep Web Version

Google Keep Android Version

আর্টিকেল পড়ার জন্য সবাইকে, ধন্যবাদ।

আরো পড়ুনঃ

মোবাইল ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে করণীয়।

৫ টি ইউটিউব ব্রাউজিং টিপস এন্ড ট্রিক।

আপনার মোবাইল স্লো হলে করণীয় কি?

Projutki Gyan

প্রযুক্তি জ্ঞান ডট কমে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলা ভাষায় উন্নতমানের আর্টিকেল উপহার দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রযুক্তি জ্ঞান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!