Computer Tips

UPS কি? ইউপিএস কিভাবে কাজ করে।

মূলত যারা কম্পিউটার ব্যবহার করে থাকেন তাদের মধ্যে অনেকের পরিচিত একটি শব্দ হলো UPS কিন্তু অনেকেই জানে না UPS কি জিনিস এটি কেন ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি আপনার কম্পিউটারকে সুরক্ষিত রাখতে চান তাহলে আজকের এই আর্টিলে আপনার জন্য।

ইউপিএস সম্পর্কে বিস্তারিত জানার আগে দেখুন তো আমার কথা সাথে আপনার অবস্থার কোন মিল আছে কিনা। আপনার সাথে কি এমন হয়েছে কখনো ধরুন আপনি কম্পিউটারে কোন একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন আরেকটি হলেই শেষ হয়ে যাবে। আর ঠিক এই সময় বিদ্যুৎ চলে গেলো তখন মেজাজটা কেমন হয়? অবশ্যই খারাপ হয়ে যায়। তার চেয়ে বড় কথা আপনার করা কাজ গুলো আবার নতুন করে করা লাগে সময় ও বিরক্তর ব্যাপার হয়ে যায়। সেই সাথে কিন্তু আবার বিদ্যুৎ হুট করে চলে যাওয়ার কারণে কম্পিউটারের সমস্যাও হতে পারে।

 UPS কি? | What is UPS

ইউপিএস এর পূর্ণরুপ হলো Uninterruptible Power Supply অর্থাৎ বিঘ্নতাহীন শক্তি সরবরাহের যন্ত্র। আপনি কম্পিউটারে কাজ করছে আর এই সময় হঠ্যাৎ বিদ্যুৎ চলে গেলো, তখন কিন্তু সাথে সাথে আপনার কম্পিউটার টি বন্ধ হয়ে যাবে।  ঐ অবস্থায় আপনি যদি কম্পিউটারে কোণ গুরুত্বপূর্ণ কাজ করেন তাহলে সেগুলো সেভ করতে পারেন না যার ফলে সব কাজ গুলো নষ্ট হয়ে যায়। যদি না অটো সেভ বা রিকভার অপশন থাকে সেই সফটওয়্যারে।

ইউপিএস এর কাজ কি?

ইউপিএস কি জিনিস জানার পর হয়তো অনেকে বুঝে গেছেন UPS এর কাজ কি। ইউপিএস এর প্রধান কাজ হলো আপনি কম্পিউটার ব্যবহার করার সময় যদি বিদ্যুৎ চলে যায় তবুও আপনার কম্পিউটার কে বাধাহীন ভাবে সচল রাখবে। ফলে আপনি যে কাজ গুলো করবেন সেইগুলো হারানোর কোন ভয় থাকবে না।

ইউপিএস কত প্রকার?

ইউপিএস সাধারণত দুই প্রকার হয়ে থাকে। যথাঃ

১। অনলাইন ইউপিএস(Online UPS)

২। অফলাইন ইউপিএস(Offline UPS)

১। অনলাইন ইউপিএস(Online UPS): যেসব ইউপিএস ডাবল কনভার্সন পদ্ধতি ব্যবহার করে থাকে সেই সব ইউপিএসকে সাধারণত Online UPS বলা হয়ে থাকে। অর্থাৎ এটি প্রথমে এসি ভোল্টেজ কে ডিসি ভোল্টেজে রুপান্তর করে তারপর ইনভার্টিং এর মাধ্যমে ডিসি ভোল্টেজ কে এসি ভোল্টেজে রূপান্তর করে।

২। অফলাইন ইউপিএস(Offline UPS): অফলাইন ইউপিএস মূলত কম্পিউটার জাতীয় ডিভাইস গুলোকে ব্যাকআপ দেওয়ার জন্য তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ এটী সরাসরি এসি লোড এর মেইন জায়গা থেকে বিদ্যুৎ সরবরাহ করে এবং ডিসি ব্যাটারি থেকে এসি লোড পাওয়ার জন্য একটি ইনভার্টার ব্যবহার করে। যেহতু সরবরাহের দুটি পৃথক লাইন রয়েছে, তাই আউটপুট সরবরাহ দুটি সুইচ করতে থাকে।

ইউপিএস কিভাবে কাজ করে?

আমরা হয়তো অনেকেই IPS  এর নাম শুনে ঠিক UPS টাও একই কিন্তু ভিন্নতা যখন বিদ্যুৎ চলে যায় আইপিএস একটু সময় নেয় অন হতে। কিন্তু ইউপিএস মূলত চালু হওয়ার জন্য কোন সময় নেয় না এটি চলতে থাকে। কারণ এটি বিদ্যুৎ সাথে সংযোগ থাকে আর এর ভেতরে একটি ব্যাটারি থাকে যেটি কারেন্ট থাকা অবস্থায় চার্জ হয় আর যখন কারেন্ট মানে বিদ্যুৎ চলে যায় এটি সাথে সাথে ইউপিএস ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই দেয়। এই জন্য এটিকে Uninterruptible Power Supply সিস্টেম বলা হয়ে থাকে।

ইউপিএস কেন ব্যবহার করবেন?

ইউপিএস এর কাজ কি এবং কেন ব্যবহার করা হয়ঃ

  • ইউপিএস এর মূল কাজ হলো বিদ্যুৎ চলে গেলেও কম্পিউটারকে কিছু সময়ের জন্য চালু রাখা। সেটি ইউপিএস এর ক্ষমতার উপর নির্ভর করে থাকে।
  • ইউপিএস ব্যবহার করলে কম্পিউটারে কাজ করার সময় বিদ্যুৎ চলে গেলে কাজ হারিয়ে যাওয়ার ভয় থাকবে না আপনি কিছু সময় পাবেন হাতে ঐ সময়ের মধ্যে কম্পিউটারে করা কাজ গুলো সেভ করে রাখতে পারবেন।
  • আমরা জানি মাঝে মধ্যে বিদ্যুৎ এর ভোল্টেজ কমবেশি হয়ে থাকে এই জিনিসটা ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য খারাপ। যদি কখনো এমন কিছু হয় তাহলে কম্পিউটারের মাদারবোর্ড , পাওয়ার সাপ্লাই সহ বিভিন্ন জিনিস নষ্ট হওয়ার চ্যান্স থাকে। কিন্তু যদি আপনি একটি ইউপিএস ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই আশংকা গুলো থেকে বাঁচা যায়।
  • ইউপিএস শর্ট সার্কিট হওয়া থেকে রক্ষা করতে সহায়তা করে।

ইউপিএস এর দাম কত?

বাজারে বিভিন্ন ভোল্ট অ্যাপ্লিয়ারের উপর ইউপিএস পাওয়ার যায় যত বেশি VA এর UPS কিনবেন তত বেশি টাকা লাগবে। সাধারণত একটি বেসিক কম্পিউটার সেটআপ চালাতে ২৫০০-৩০০০ হাজার মধ্যে একটি ভালো ইউপিএস পেয়ে যাবেন। ইউপিএস সাধারণ ৫-২০+ মিনিট ব্যাকআপ দিয়ে থাকে। যদি আপনার UPS এর ক্ষমতা বেশি থাকে তাহলে আরো বেশি সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

ইউপিএস ব্যহাররের নিয়ম

  • ইউপিএস নতুন কিনে আসার পর সাথে সাথে ব্যবহার না করে চার্জে দিন ৮-১০ ঘন্টা বা দোকানে যত সময় চার্জ দিতে বলে ঠিক ততো ঘন্টা চার্জ দিন তারপর ব্যবহার করুন।
  • ইউপিএস সঠিক ভাবে চার্জ হয়ে ব্যবহার করার পালা আর হ্যাঁ অবশ্যই ডাইরেক্ট গুলো সকেটের/বোর্ড থেকে ইউপিএস সংযোগ দিবেন। কোন মাল্টিপ্লাগ থেকে ইউপিএস সংযোগ না দেওয়ায় ভালো।
  • কম্পিউটার জন্য নেওয়ার ইউপিএস মনিটর আর আর কম্পিউটার ছাড়া অন্য কোন ডিভাইস ইউপিএস এ সংযোগ  না দেওয়ার ভালো।

যেভাবে ইউপিএস এর ক্ষতি হতে পারে!

১। ইউপিএস ডিভাইসের সুইচ অন অফ না করে মেইন লাইন খুলে দিলে। হওয়ার সম্ভবনা কম কিন্তু তবুও সাবধান হওয়া ভালো।

২। ইউপিএস এর ব্যাকআপ চার্জ একবারে একটা শেষ করলে ব্যাটারি সমস্যা হতে পারে। তাই যখন বিদ্যুৎ চলে যাবে গুরুত্বপূর্ণ কাজ গুলো সেভ করে অফ করে দিবেন কম্পিউটার।

৩। বিদ্যুৎ চমকাচ্ছে এমন সময় কম্পিউটার অন না রাখা ভালো

এছাড়াও বিভিন্ন কারণে ইউপিএস নষ্ট হতে পারে কিন্তু চিন্তার কোন বিষয় নেয় ভালো মানের ইউপিএস হলে এতো সহজে নষ্ট হবে না।

অতএব, আপনার কম্পিউটারের হার্ডওয়্যার নিরাপদ রাখতে এবং আপনার করা মূল্যবান কাজ গুলো কে সেভ করে রাখতে হলেও আপনার কম্পিউটারের জন্য ইউপিএস ব্যবহার করা উচিত।

ধন্যবাদ

আরো পড়ুনঃ

নতুন কম্পিউটার ব্যবহারকারী জন্য ৫ টিপস।

জনপ্রিয় ৫টি পেইড সফটওয়্যারের ফ্রি অল্টারনেটিভস সফটওয়্যার।

কম্পিউটার স্লো হওয়ার কারণ | স্লো হলে করণীয়।

Projutki Gyan

প্রযুক্তি জ্ঞান ডট কমে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলা ভাষায় উন্নতমানের আর্টিকেল উপহার দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রযুক্তি জ্ঞান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!